Monday, April 20, 2020

কোরোনার মায়া!



না না, একদম হাসবেন না!

মাথা ব্যাথা শুধু এই পায়রাটার একার নয়, আমরা প্রত্যেকটা মানুষ হয়তো একই কথা ভাবছি, শুধুমাত্র ভাবার ধরণটা আলাদা।
যেমন ধরুন বাড়ির গিন্নিরা হয়তো ভাবছেন যে কবে সব ঠিক হবে, বাড়িতে থাকা এই লোকগুলোর জন্যে রাতদিন রান্না করতে হবেনা আর কাজের লোক ফিরে আসবে।
(নেপথ্যে হয়তো কাভি খুশি কাভি গাম –এর সংগীত বাজবে আর জয়ার জায়গায় গিন্নি থাকবেন কাজের দিদি বরণ করে নেয়ার জন্যে।)

বা হয়তো ধরুন, ছোট পিকু ভাবছে যে কবে স্কুলে যাবে আর শেষ বেঞ্চে বসে ক্লাস ফাঁকি দেবে। বাড়িতে তো সেটারও উপায় নেই।

অবশেষে চাকুরিজীবিরা ভাবছেন, বাড়িতে এত খাটার থেকে অফিসে যাওয়া ভাল। অন্তত একটা বাধা সময় থাকে। এখন ঘরের কাজ আর অফিসের কাজ নিয়ে হাবুডুবু হাল।    

এগুলো নাহয় বেদনাদায়ক ভাবনা, দেবী করোনাময়ীর অবির্ভাবে, কিছু  অদ্ভুত ইচ্ছাও মনে টহল দিয়ে চলেছে। এই যেমন ধরুন, সেদিন বাজারে গিয়ে আমার মাছের  মাথা দিয়ে ডাল খাবার শখ হল, এদিকে আমি মাছের মাথা খাইনা,  তাও  কিনে নিয়ে এলাম, কিন্তু রান্নাটা  যখন হল আমি খেলাম শুধু ডাল বাড়ির অন্যরা রসিয়ে মাথা খেলো ।

আবার ধরুন এইতো পরশুদিন, রাতে হঠাৎ নিশ্বাস নিতে পারছিলাম না, ভাবলাম দেবীর কি করুনা হল আমার ওপরে! তারপর দুচামচ Carmozyme দিব্য মেরে ঘুমিয়ে সকলে চাঙ্গা। কিন্তু তারপর যেটা হল সেটা হল মায়ার খেলা। এই ল্যাধখোর শরীরকে ব্যস্ত করে, সকাল বেলায় হাত দুটোকে শূন্যে ছুড়ে ছুড়ে ছাদে হাঁটলাম এবং নাকের এক ফুটো দিয়ে হাওয়া টেনে অন্যটা দিয়ে বের করলাম।   

মোদ্দা কথা হল, আপনি যেগুলো করেননা, করোনার ঠেলায় সেগুলো আলবাত করে বসবেন ...... ভারী মুশকিল!